ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি কাউন্টি খেলতে যাওয়ার খবর পুরনো। ওদিকে আগামী জুনের শেষ সপ্তাহে আয়ারল্যান্ডে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
কাউন্টি দল সারের সঙ্গে করা কোহলির চুক্তি অনুযায়ী ২৫-২৮ জুন ইয়র্কশায়ারের বিরুদ্ধে শেষ কাউন্টি ম্যাচ খেলার কথা কোহলির। কিন্তু ২৭ ও ২৯ জুন ডাবলিনে দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। একইসময়ে আলাদা দুই স্থানে কিভাবে উপস্থিত থাকবেন কোহলি তাই নিয়ে চলছে বিস্তর আলোচনা। নির্বাচকদের সিদ্ধান্তে নাখোশ অনেকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করছেন, মুন্ডুপাত করতেও ছাড়ছেন না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি অবশ্য ‘সব ঠিক আছে’ দাবি করেন। কিন্তু বিভ্রান্তির মাত্রা ছাড়ায় যখন সারে তাদের ওয়েবসাইটে জানায়, জুনের পুরো মাস সারের হয়ে খেলবেন কোহলি। কোহলি যে তাদের হয়ে মৌসুমের শেষপর্যন্ত খেলবেন সে কথাও নিশ্চিত করেছে সারে। সূচি অনুযায়ী আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কোহলির খেলার সুযোগ নেই বললেই চলে। ভারতীয় নির্বাচকদের এমন বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছে কাউন্টির অন্যতম সেরা দলটি।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল,সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার,যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কউল, উমেশ যাদব।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমএইচএম/এসএইচ