কীভাবে? স্কোয়াডের বাইরে থেকে সতীর্থদের সাথে অনুশীলন করবেন। তবে অনুশীলনটা বাকি ৩১ জনের চাইতে একটু অন্যরকমই হবে।
লিখনের ক্ষেত্রে তেমন হওয়ার সেই সুযোগটি নেই। অনুশীলনে তিনি মিরাকল কিছু করে দেখাতে না পারলে মনে হচ্ছে না তাকে মূল স্কোয়াডে ডাকা হবে। তাকে মূলত দলে নেয়া হচ্ছে নেট বোলার হিসেবে। যেহেতু দলের অনুশীলনে কোনো লেগি নেই, সেহেতু।
বুধবার (৯ মে) বাংলানিউজকে একথা জানালেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
সুমন বলেন, ‘স্কোয়াডে ঠিক না। লিখন শুধু দলের সাথে অনুশীলন করবে। নেটে লেগস্পিন দরকার হয় তো। আমাদের নেই। সেখানে ও লেগ স্পিন করবে। সেজন্য আমরা তাকে ডেকেছি। ’
সেটাই বা মন্দ কী? ক্যারিয়ারের সূর্য উঠতে না উঠতেই জাতীয় দলের চৌহর্দির বাইরে চলে যাওয়া এই প্রতিভাবান লেগস্পিনার না হয় নেট বোলার হয়েই প্রিয় সতীর্থদের সাথে নিজেকে আবার ঝালিয়ে নিলেন। ভবিষ্যত কে দেখেছে? এটাই হতে পারে তার দ্বিতীয় জীবনের একেবারে প্রথম পদক্ষেপ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় সাড়ে তিন বছর নির্বাসিত লিখন ‘এ’ দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গেল বছরের অক্টোবরে। সিলেটে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র আনঅফিসিয়াল টেস্টে ৩ উইকেট পেয়েছিলেন।
দুঃখজনক হলেও সত্য গেল বছরের বিপিএলে তার প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। খেলা হয়নি চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেটও।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৯ মে, ২০১৮
এইচএল/এমএমএস