ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সামলাতে ক্যারিবীয়দের ডেরায় মুশতাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৮
টাইগারদের সামলাতে ক্যারিবীয়দের ডেরায় মুশতাক মুশতাক আহমেদ-ছবি: সংগৃহীত

প্রথমে গুঞ্জন ছিল শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচ হবেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। কিন্তু সে গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজের স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। তবে তা আপাতত এক মাসের জন্য।

চলতি মাসেই ক্যারিবীয়দের নিয়ে কাজ শুরু করবেন ৪৭ বছর বয়সী মুশতাক। চুক্তির প্রথম ধাপে সফলতা দেখাতে পারলে পরবর্তীতে দীর্ঘ মেয়াদে বোলিং কোচ করা হতে পারে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারকে।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের জুন-জুলাইয়ে ক্যারিবীয় সফরে যাবে বাংলাদেশ দল। ওই সফরের আগে স্বাগতিক দলের খেলোয়াড়দের তৈরি করতেই মুশতাককে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, এমনটাই দাবি পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশতাক আহমেদ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। দলটির পুরোনো ঐতিহ্য রয়েছে। এ দলটার ক্রিকেট বিশ্বে আলাদা একটি আধিপত্য রয়েছে। পাশাপাশি এখানকার প্রতিভাতেও রয়েছে বৈচিত্র্য। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ’

পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলা মুশতাক আহমেদ যথাক্রমে ১৮৫টি ও ১৬১টি উইকেটের মালিক। হাঁটুর ইনজুরি নিয়ে ২০০৮ সালে পেশাদারি খেলা ছাড়েন। ওই বছরই ইংল্যান্ড দলের দায়িত্ব নেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কাজ করা ছাড়াও দীর্ঘদিন নিজ দেশ পাকিস্তান ক্রিকেট নিয়েও কাজ করেছেন।

বাংলাদেশ সময়ঃ ১৬৩৮, মে ০৯, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।