কিম্বার্লিতে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে হারলো টাইগ্রেসরা। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৭১ রানে অলআউট হয়ে যায়।
প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে একমাত্র নিগার সুলতানাই দায়িত্ব নিয়ে খেলেন। ৯৭ বলে ৩টি চারের সাহায্যে ৩৩ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন লোয়ারঅর্ডার ব্যাটসম্যান পন্না ঘোষ। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান আয়াবোঙ্গা খাকা। আর দুটি উইকেট পান মারিজান্নে কাপ্প।
৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে লিজেল্লে লি’র অপরাজিত ৪৪ রানে জয় তুলে নেয় স্বাগতিকরা। এছাড়া তৃশা চেট্টি ১৫ রান করেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে একমাত্র উইকেটটি তুলে নেন নাহিদা আকতার।
এর আগে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ নারী দল যথাক্রমে ১০৬ রানে ও ৯ উইকেটে হার মানে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ০৯ মে, ২০১৮
এমএমএস