২৪ সদস্যের এই দলে ১৫ জনই পেস বোলার রাখা হয়েছে, যাদের নিয়ে হবে পৃথক অনুশীলন। পেসারদের নিয়ে ক্যাম্পটি চলবে জুনের ১ তারিখ পর্যন্ত।
এই অনুশীলন ক্যাম্প ছাড়াও এইচপি দলের তালিকায় থাকা পেসারদের নিয়ে ১৬ সপ্তাহের একটি কোর প্রোগ্রাম হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোগ্রামের আওতায় ফিটনেস ও কন্ডিশন ঠিক করতে পেসারদের কক্সবাজার নিয়ে যাওয়া হবে।
২৪ সদস্যের এইচপি স্কোয়াড
টপ অর্ডার ব্যাটসম্যান: মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, মিজানুর রহমান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ আব্দুল মজিদ।
মিডল অর্ডার ব্যাটসম্যান: মোহাম্মদ জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, মহিদুল ইসলাম ভূঁইয়া আকন ও মোহাম্মদ তৌহিদ হৃদয়।
স্পিনার: মোহাম্মদ মেহেদি হাসান, আসিফ হাসান, তানভির ইসলাম, নাইম হাসান ও মোহাম্মদ রিশাদ আহমেদ।
পেসার: কাজী অনিক ইসলাম, রবিউল হক, হাসান মাহমুদ, ইয়াসির আরাফাত, সৈয়স খালেদ আহমেদ ও মোহাম্মদ এবাদত হোসাইন চৌধুরী।
এছাড়াও আলাদা করে যেসব পেসারদের ডাকা হয়েছে তারা হলেন- আবু যায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি, মোহাম্মদ ইমরান আলি এনাম, মোহাম্মদ আবুল হাসান রাজু, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও হোসেন আলি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমকেএম/জেডএস