সমীকরণ সহজ। আসরের বাকি সব জিততেই হবে।
তবে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে ব্যর্থ হয় পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের প্রধান প্রতিযোগী হয়ে উঠা কলকাতা।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল টার্গেট দেন রোহিত শর্মারা।
মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন তরুণ উইকেটরক্ষক - ব্যাটসম্যান ইশান কিশান। মাত্র ১৭ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটসম্যান ২১ বল খেলে ৬ ছক্কা আর ৫ চারে ৬২ রান করে সুনিল নারাইনের বলে উত্থাপ্পার হাতে ক্যাচ দিয়ে ফিরেন।
অধিনায়ক রোহিতের ৩৬ (৩১), সূর্যকুমার যাদবের ৩৫ (৩২) আর বেন কাটিংয়ের ২৪ (৯) রানের ছোট টর্নেডো মিলিয়ে ২১০ রানের বিশাল পাহাড় গড়ে মুম্বাই। বল হাতে কলকাতার সব বোলার রান বন্যা বইয়ে দিলেও রান দেয়ার ক্ষেত্রে কৃপণ নারাইন (৪ ওভারে ২৭/২)। জবাবে ৩২ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া কলকাতা আর ম্যাচে ফিরতে পারেনি। ১৮.১ ওভারে মাত্র ১০৮ রানে অল-আউট কলকাতা।
বল হাতে এদিন মুম্বাইয়ের সব বোলার ছিলেন দুর্দান্ত। মুম্বাইয়ের সেরা দুই বোলার পান্ডেয়া ভাতৃদ্বয়। দুজনই ২ উইকেট পেয়েছেন। ব্যাট হাতে কলকাতার সেরা লিন-রানা (দুজনেই ২১ রান)। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে প্লে অফের আশার পালে জোর হাওয়া লাগালো মুম্বাই। সমান ম্যাচে (১০) সমান পয়েন্ট (১০) নিয়ে নেট রান রেটের ব্যবধানে এগিয়ে মুম্বাই। ম্যান অব দ্য ম্যাচ দুর্দান্ত ব্যাটিং করা ইশান কিশান।
গত চার ম্যাচ তাকে ছাড়াই টানা জয়ের পথে থাকা মুম্বাই আজও একাদশে কোন পরিবর্তন আনেনি। যদিও ম্যাচের আগে শোনা যাচ্ছিলো বেন কাটিং কিংবা জেপি ডুমিনির স্থলে আজ জায়গা পেতে পারেন মোস্তাফিজ। এদেশের ক্রিকেটামোদিদের জন্য আরও খারাপ সংবাদ যাদের বদলে তাকে ভাবা হচ্ছিলো তাদের পারফরমেন্স ভাল হয়েছে। ফলে ফিজকে একাদশে দেখার ইচ্ছা আরও কিছুদিন দমিয়ে রাখতে হচ্ছে ভক্তদের।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমএইচএম/