ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের হয়েই খেলবেন কোহলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মে ১১, ২০১৮
ভারতের হয়েই খেলবেন কোহলি! বিরাট কোহলি

ঢাকা: একদিকে পেশাদারিত্ব, অন্যদিকে দেশের প্রতি দায়বদ্ধতা। কাউন্টিতে সারে’র হয়ে নিজের তৃতীয় ম্যাচে যেদিন নামার কথা, একইদিনে ভারতের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করার কথা কোহলির। এই নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বক্তব্য অনুযায়ী দেশের হয়েই খেলবেন কোহলি।
 

মঙ্গলবার (০৮ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল ঘোষণার পরই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। ২৭ ও ২৯ জুন টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে ভারত।

দলের অধিনায়ক হিসেবে কোহলির নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  

অন্যদিকে কাউন্টি ক্লাব সারে’র হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ২৫-২৮ জুন চারদিনের ম্যাচ খেলতে মাঠে নামার কথা ভারতীয় অধিনায়কের। সূচি অনুযায়ী আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে আর কাউন্টিতে সারে’র ম্যাচ একইদিনে পড়ে যাওয়ায় বিপাকে পড়ে যান কোহলি।

সারে তাদের ওয়েবসাইটে দাবি করেছিলো চুক্তি অনুযায়ী পুরো জুনেই দলের সঙ্গে থাকবেন কোহলি। কিন্তু বিসিসিআই বলছে, কোহলির পক্ষ থেকে তিন ম্যাচেই সারে’র হয়ে খেলার কোন অঙ্গীকার করা হয়নি। তারপর সমস্যা সমাধানে ইংলিশ ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালায় বিসিসিআই।
 
এমনিতেই জুলাইয়ে ভারতের সফরকে সামনে রেখে কোহলিকে ইংল্যান্ডের মাটিতে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়ায় সাবেক ইংলিশ ক্রিকেটাররা নাখোশ। ফলে সারে’র জন্য কোহলিকে ধরে রাখা প্রায় অসম্ভব।
 
ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে সারে’র হয়ে প্রথম দুই ম্যাচে যদি খেলার সুযোগ পান তাহলে আইরিশদের বিপক্ষে সিরিজে ভারতের হয়ে খেলার জন্য যাবেন কোহলি। যদি তা না হয় তাহলে তিনি সারে’র হয়েই তৃতীয় ম্যাচে নামতে পারেন। সেক্ষেত্রে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভারতীয় স্কোয়াডে যোগ দিবেন কোহলি।
 
অন্যদিকে সারে’র ভাবনা আয়ারল্যান্ডে প্রথম ম্যাচে না খেলে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন কোহলি। তাতে সারে তাকে তিন ম্যাচেই মাঠে নামাতে পারবে।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১১, ২০১৮
এমএইচএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।