আগ্রহটা তিনিই দেখিয়েছেন তাই নিষেধ করেনি বিসিবি। ব্যক্তিগত কাজে তিনি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন।
মালয়েশিয়া থেকে ৫ দিনের সফরে রোববার (১৩ মে) সন্ধ্যায় গ্রিনিজের ঢাকায় অবতরণের কথা রয়েছে। এর পরদিন ১৪ মে তার সম্মানে হোটেল সোনারগাঁওয়ে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে সাবেক এবং টাইগারদের বর্তমানরা আড্ডায় বসবেন।
শনিবার (১১ মে) বাংলানিউজকে একথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ।
এর মধ্য দিয়ে অবশ্য বিসিবি ১৭ বছর আগে গ্রিনিজের দেয়া সম্মানের অন্যরকম একটি প্রতিদানও চুকিয়ে ফেলার সুযোগ পাচ্ছে। ২০০১ সালে বাংলাদেশ ‘এ’ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে বুস্টা কাপে অংশ যখন নিচ্ছিলো, তখন বার্বাডোজে বাংলাদেশ ক্রিকেট দলকে রিসেপশন দিয়েছিলেন গ্রিনিজ। যেখানে মন্ত্রীসহ অনেক সম্মানিত ব্যক্তিও এসেছিলেন।
এনায়েত হোসেন সিরাজও বিষয়টিকে সেভাবেই ভাবছেন। ‘এর মধ্য দিয়ে ওর দেয়া সেই সম্মানের প্রতিদান কিছুটা হলেও দেয়া হবে। ’
বাংলাদেশের কোচ হিসেবে সফলভাবে দু’বছর কাটালেও শেষটা অবশ্য ভালো হয়নি ক্যারিবীয় এই গ্রেটের। ১৯৯৯ সালে তার সঙ্গে সম্পর্কে টানাপোড়নে তাকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ১২ মে ২০১৮
এইচএল/এমএমএস/জেএম