যা হোক টেবিলের একেবারে নিচের এই দুই দলের লড়াইয়ে সহজ জয় তুলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দিল্লির দেয়া ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক কোহলির ৪০ বলে ৭০ ও ডি ভিলিয়ার্সের অপরাজিত ৩৭ বলে ৭২ রানের দাপুটে ব্যাটিংয়ে এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটের খরচায় ১৮৭ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু।
দিল্লির হয়ে বল হাতে বোল্ট দু’টি, অভিষিক্ত সন্দিপ লামিচন, অমিত মিশরা ও হারশাল প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।
ম্যাচ সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স।
এর আগে শনিবার (১২ মে) দিল্লিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে রিসবাহ পান্ত'র ৩৪ বলে ৬১ ও অভিষেক শর্মার ১৯ বলে ৪৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৮১ রানের সংগ্রহ পায় স্বাগতিক দিল্লি ডেয়ার ডেভিলস।
বেঙ্গালুরুর হয়ে বল হাতে যুভেন্দ্র চাহাল দু’টি, মইন আলী ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এইচএল/এসআই