শুক্রবারেই (১১ মে) হয়ে যাওয়া টসে জিতে শনিবার (১২ মে) ফিল্ডিংয়ে নামে আয়ারল্যান্ড। ওইদিন শুরুতেই অভিজ্ঞ পাকিস্তানকে চেপে ধরে নবাগতরা।
টানা দুই বলে পাকিস্তান হারায় দুই উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলী (৪) ও ইমাম-উল-হককে (৭)। বয়েড র্যানকিন ও টিম মুরতাঘ অষ্টম ওভারের শেষ বল এবং নবম ওভারের প্রথম বলে এ দুই উইকেট তুলে নেন।
১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানের হাল ধরেন হারিস সোহেল ও আসাদ শফিক। ৩১ রান করতেই হারিসও ফেরেন স্টুয়ার্ট থম্পসনের বলে। ভেঙে যায় ৫৮ রানের জুটি।
আয়ারল্যান্ডের এই তিন বোলারই দু’টি করে উইকেট পান। ১৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান চা বিরতির আগে কেবল ৬২ রান করে প্রতিরোধ গড়ে।
তবে শাদাব খান ও ফাহিম আশরাফের একশ’ ছাড়ানো জুটিতে স্বস্তিতে ফেরে পাকিস্তান। ১০৯ রানের অপরাজিত জুটি গড়ার পথে হাফসেঞ্চুরি পেয়েছেন তারা দু’জনই।
আলো স্বল্পতায় দিনের খেলা কিছুটা আগেই শেষ হয়। এর আগে শাদাব ৫২ ও ফাহিম ৬১ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এমকেএম/এমএ