ফ্লোরিডা স্টেডিয়ামের এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানান, এ বছরের শুরুতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ম্যাচ খেলার জন্য স্টেডিয়ামটি রিজার্ভ করেছিল। কিন্তু তিনি ভেবেছিলেন সিরিজটি হবে পাকিস্তানের বিপক্ষে।
কিন্তু ইতোমধ্যে জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফর নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে খেলা হবে দুটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ। যদিও এই সিরিজটি গত মার্চে হওয়ার কথা ছিল। কিন্তু ক্যারিবীয়দের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের কারণে তা হয়ে ওঠেনি।
লাডারহিল স্টেডিয়ামের এক কর্মকর্তা জানান, সিডব্লিউআই আগস্টের ৪ ও ৫ তারিখ টি-২০ খেলার জন্য রিজার্ভ করেছে। এটি ৮ আগস্ট ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কিছু দিন আগেই। যেখানে সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াসের তিনটি ম্যাচও রয়েছে এই স্টেডিয়ামে।
এদিকে এ নিয়ে তৃতীয়বার ফ্লোরিয়ায় টি-২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে উইন্ডিজরা। যেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে ২০১০ সালে প্রথম ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এ মাঠে ক্যারিবীয়রা ম্যাচ খেলেছিল। আর ২০১৬ সালে দুটি টি-২০ ভারতে বিপক্ষে খেলেছিল দলটি।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ১৩ মে, ২০১৮
এমএমএস