ব্লোয়েমফন্টেইনে এদিন প্রোটিয়া নারী দলের বিপক্ষে ৬ উইকেটে হেরেছেন অধিনায়ক রুমানা আহমেদের নেতৃত্বে টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান করে।
তবে জবাব দিতে নেমে ৩৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দ.আফ্রিকা নারী দল।
টসে হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক রুমানা। ১২৩ বলে ৭টি চারের সাহায্যে তিনি নিজের ইনিংস সাজান। হাফসেঞ্চুরি করেন শামীমা সুলতানাও। তিনি ৯১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৩ করেন। তবে বাকিদের আসা-যাওয়ার মিছিলে দলীয় স্কোর আর বড় হয়নি বাংলাদেশের।
প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান শাবনিম ইসমাইল। আর ২টি উইকেট তুলে নেন মারিজানে কাপ্প।
১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লরা ওলভার্টের অপরাজিত ৭০ রানের ভর করে জয় পায় স্বাগতিকরা। তিনি ৯৬ বলে ৭টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান। ৪৪ রান করেন আরেক ওপেনার লিজাল্লে লি।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৩ উইকেট পান খাদিজাতুল কুবরা। আর একটি উইকেট দখল করেন রুমানা।
এর আগে সিরিজের প্রথম চার ম্যাচে বাংলাদেশ নারীরা বাজে ভাবেই প্রতিটিতে হেরেছিল।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৪ মে, ২০১৮
এমএমএস