যদিও বিসিবির সব শেষ সভায় সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, অক্টোবরের প্রথম সপ্তাহেই বিপিএল-এর এবারের আসর বসছে। সেজন্য সম্ভাব্য তারিখও (৫ অক্টোবর-১৬ নভেম্বর) নির্ধারণ করেছিল বিসিবি।
কিন্তু নির্বাচনের দুই মাস আগে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, নির্বাচনের আগে সাতটি দলকে নিরাপত্তা দেওয়া ও তিনটি ভেন্যুতে খেলা চালানো খুবই কঠিন। প্রয়োজনীয় ব্যবস্থা যদি না পাই নির্বাচনের পরে আয়োজন করব। জানুয়ারির দিকে হতে পারে। ২০১৯ সালের অক্টোবরে হতে পারে বিপিএল-এর ৭ম আসর।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এইচএল/এমজেএফ