বুধবার (১৬ মে) শেষ দুপুরে হোম অব ক্রিকেটে আসেন গর্ডন। সেখানে এলে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীসহ বোর্ডের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
স্টেডিয়াম ও বিসিবি পরিদর্শন শেষে চলে যান স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্স পরিদর্শনে। এরপর আসেন বিসিবি একাডেমিতে। একাডেমির মাঠে তার জন্য অপেক্ষমান ছিল অনুশীলনরত টাইগার সদস্যরা। মাঠে এলে তাকে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানা মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর তার হাতে জাতীয় দলের ক্রিকেটারদের অটোগ্রাফসহ টাইগারদের জার্সি তুলে দেন মাশরাফি বিন মর্তুজা। আর অটোগ্রাফ সম্বলিত ক্যাপ তুলে দেন মুশফিকুর রহিম।
এরপর মাশরাফিদের সাথে কিছুক্ষণের আলাপচারিতায় আগামীতে করণীয় বাতলে দিয়ে বেরিয়ে যান গর্ডন। বিসিবির আমন্ত্রনে ৫ দিন বাংলাদেশ সফরে আসা গর্ডন আজ দিয়ে চারদিন কাটালেন। সফর শেষে শুক্রবারই দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন।
গেল সোমবার সন্ধ্যায় রাজধানীর স্থানীয় একটি হোটেলে তার জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ১৬ মে, ২০১৮
এইচএল/এমএমএস