প্রায় দুই বছর পর দ্বিতীয় দফায় বিসিবির স্পিন কোচ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা এই বাঁহাহি স্পিনার। তবে এবার আর স্পল্প সময়ের জন্য নয়, বরং দীর্ঘ মেয়াদে বিসিবির সাথে থাকবেন মোহাম্মদ রফিক।
‘বিসিবির সাথে কত দিনের চুক্তি হবে সেটা জানি না। তবে এতটুকু জানি লম্বা সময়ের জন্য। ’ শনিবার (১৯ মে) সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন।
এদিকে বিসিবিতে কোচ হিসেবে যোগ দিলেও রফিক এখনও জানেন না তার কাজটি ঠিক কাদের নিয়ে হবে। হতে পারে জাতীয় দল, হাই পারফরম্যান্স দল। আবার অনুর্ধ্ব-১৯ দলকে নিয়েও তাকে কাজ করতে হতে পারে। তবে যেখানেই দেয়া হোক তার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘এখন বিসিবি যেখানেই বলবে কাজ করবো। আমার কাজ দরকার। আমি দেখব, খেলোয়াড় কিভাবে আসবে। সেটা বাংলাদেশ দল, ‘এ’ দল, আন্ডার ১৯ যেখান থেকেই হোক না কেন। আমার কাজ করা দরকার, আমি কাজ করবো। ’
‘আমার টার্গেট, যে লেভেলে খেলেছি, সেখান থেকে আরও ভালোভাবে শেখানো যায়। টপ লেভেলের ক্রিকেট কিভাবে খেলবে, ব্যাটসম্যানদের কীভাবে আটকাবে সেটা দেখা। এখন বিসিবির সাথে কথা হয়েছে, ‘এ’ টিমে, একাডেমির সাথে, যখন যেভাবে দরকার কাজ করব। ’-যোগ করেন মোহাম্মদ রফিক।
সব কিছু ঠিক থাকলে রোজার পরেই ঝাঁপিয়ে পড়বেন লাল-সবুজের সাবেক এই স্পিনার।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ১৯ মে, ২০১৮
এইচএল/এমএমএস