ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম বলেই উইকেট হারালেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
প্রথম বলেই উইকেট হারালেন সাকিবরা উইকেট পেয়ে উল্লাসে চেন্নাইয়ের বোলার/ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাটিং করছেন সাকিবরা। প্রথম পর্বে চেন্নাইয়ের বিপক্ষে এক ম্যাচও জয় পায়নি হায়দ্রাবাদ। আজকের ম্যাচ যে জিতবে তার সামনে সরাসরি ফাইনালে ওঠার হাতছানি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের মিডিয়াম পেসার দীপক চাহারের প্রথম বলেই বোল্ড আউট হয়ে ফিরেছেন হায়দ্রাবাদ ওপেনার শিখর ধাওয়ান।

অফ স্ট্যাম্পের হালকা বাইরের বল ধাওয়ানের ব্যাটের কানায় লেগে উড়িয়ে দেয় স্ট্যাম্প।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হায়দ্রাবাদের স্কোর ৫ ওভারে ৪১/৩। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মনীশ পাণ্ডে।

মঙ্গলবার (২২ মে) আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে একাদশে কোন পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে চেন্নাইয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। স্যাম বিলিংসের পরিবর্তে দলে ফিরেছেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।

আজকের ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে উঠবে জয়ী দল। হারলেও অবশ্য আরও একটি সুযোগ থাকছে। সেক্ষেত্রে এলিমিনেটর-১ এর বিজয়ী দলের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকবে আজকের ম্যাচের পরাজিত দলের জন্য।

হায়দ্রাবাদ একাদশ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মনীশ পাণ্ডে, শ্রীবাস্তব গোস্বামী, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, কার্লোস ব্রাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল এবং সন্দ্বীপ শর্মা।

চেন্নাই একাদশ: আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, হরভজন সিং এবং শার্দুল ঠাকুর।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমএইচএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।