ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে সালমাদের শুরু ৭ জুলাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে সালমাদের শুরু ৭ জুলাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ৭ জুলাই পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে। নিজেদের গ্রুপে টাইগ্রেসরা অন্য দুই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতকে।

অন্য গ্রুপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গী থাইল্যান্ড ও উগান্ডা।

বাছাইপর্বের ম্যাচগুলো আয়োজন করছে নেদারল্যান্ডস।

যেখানে ৭ থেকে ১৪ জুলাই ৮ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। আর এই আসর থেকেই সেরা দুই দল ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

বাছাইপর্বের এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ পাবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা।

টুর্নামেন্ট শুরুর আগে ৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলবেন সালমারা। ৮ জুলাই টাইগ্রেসরা মুখোমুখি হবে খেলবে স্বাগতিক নেদারল্যান্ডসের।

আর ১০ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১২ জুলাই হবে সেমি-ফাইনাল দুটি।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৪ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।