কম যাননি মোদীও একদিন পরেই কোহলির জবাব দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী জানিয়ে দেন ‘চ্যালেঞ্জ গ্রহন’ করলাম। নিজের টুইটারে মোদী লিখেন, বিরাট চ্যালেঞ্জ গ্রহন করলাম! আমি খুব দ্রুতই আমার ফিটসেন চ্যালেঞ্জের ভিডিও শেয়ার করবো।
মূলত ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজায়াবর্ধন সিং রাঠোর ‘হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ নামে হ্যাশ ট্যাগ দিয়ে একটি ফিটনেস ক্যাম্পেইনের প্রচার চালায় টুইটারে। ভিডিওতে তিনি পুশ-আপ করে দেখান। পরে তিনি বিরাট কোহলি, দেশটির ব্যাডমিন্টন চ্যাম্পিয়নস সাইনা নেওয়াল ও অভিনেতা ঋত্বিক রওশানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এরপর বুধবার (২৩ মে) ভারতীয় দলনেতা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ২০টি স্পাইডার প্ল্যাঙ্কস করেন। আর চ্যালেঞ্জ জানান তার সহধর্মিনী অভিনেত্রী আনুশকা শর্মা, নরেন্দ্র মোদী ও বর্তমান সতীর্থ ও সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ২৪ মে, ২০১৮
এমএমএস