২৯ মে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে রোববার (২৭ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত হন ওয়ালশ ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
কোচ বলেন, ‘ওর (মোস্তাফিজ) পায়ের পাতার সামনের দিকে সামান্য সমস্যা রয়েছে। সে শতভাগ ফিট নয়। আইপিএলে পায়ের আঙুলে একটু আঘাত পেয়েছে। গতকাল যখন রিপোর্ট করেছে, শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হল, এটা কাঁধের চোট নয়। ’
জানা যায়, আইপিএল থেকে দেশে ফিরে শনিবার অনুশীলনে যোগ দিয়ে ওয়ার্মআপ করলেও বল হাতে নেননি মোস্তাফিজ। তবে কোচের আশা প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন এই পেসার।
আফগানিস্তানের বিপক্ষে হারানোর কি আছে? হারার ভয়ই বা পেতে হবে কেন? হারার চিন্তাই নেই কোচের মাথায়। তার মতে, সিরিজে হারার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতির পথ ধরতে হবে। বিশেষ করে পরের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিজেদের ঝালাই করে নেওয়ার এটাই সুযোগ।
রোববার মিরপুরে অনুশীলনের পর সাংবাদিকদের সামনে কিংবদন্তি ওয়ালশ বলেন, ‘আমার মনে হয় না আমাদের এভাবে ভাবার দরকার আছে। আমাদের একটা সিরিজ খেলতে হবে। ইতিবাচক থাকতে হবে, নিজেদের ওপর ভরসা করতে হবে। আত্মবিশ্বাসী থাকতে হবে। হারার কথা মাথায়ই আনা যাবে না। আফগানিস্তান ভালো দল। শক্তি ও গভীরতা নিয়ে খেললে আমরাই উপরে থাকবো। যখনই হারার কথা ভাববেন তখনই মনে সংশয় জাগবে এবং নিজের সেরা পারফর্ম করতে পারবেন না। ’
আরও পড়ুন: শক্তির জায়গায় এগিয়ে বাংলাদেশ
দেশের বাইরে সিরিজ। কিছুদিনের মধ্যেই সাদা পোশাকে অভিষেক হতে যাচ্ছে আফগানদের এমন হিসেব মাথায় নিয়েই নিজের দলকেও কিছুটা সতর্ক করে দিয়েছেন কোচ। বলেন, ‘তাদের শক্তিশালী ও দুর্বল দু’দিকেই আমাদের নজর আছে। দল হিসেবে তারা তাদের মান প্রমাণ করেছে। আমাদের সঙ্গে খেলার পরই তাদের টেস্ট অভিষেক হবে। আমি নিশ্চিত তারা খুব কনফিডেন্ট থাকবে, তেতে থাকবে। আমাদের সুযোগ গ্রহণ করতে হবে এবং সবদিকে সতর্ক নজর রাখতে হবে। ’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। তাই আফগানদের বিপক্ষে সিরিজকে একরকম অনুশীলন ম্যাচ মনে করছেন ওয়ালশ। বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে যাচ্ছি। বিশ্বকাপও এগিয়ে আসছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা খুব জরুরি। ওখানে হয়তো ৫০ ওভারের খেলা হচ্ছে না, কিন্তু যে যেকোনো টুর্নামেন্ট থেকেই আত্মবিশ্বাস পাওয়ার আছে। অন্য দেশগুলোর মতো আমাদের ক্রিকেটাররা এই সময়ে তেমন খেলেনি। যতো খেলবো ততো উন্নতির সুযোগ আছে। ’
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এমকেএম/এসএইচ