ফাইনালে হেরে যাওয়া দল হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে বোলিংয়ে চমক দেখিয়েছেন প্লে অফে খেলতে না পারা কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই।
১৭ ম্যাচে ৮টি হাফসেঞ্চুরির সাহায্যে ৫২.৫০ গড় ও ১৪২.৪৪ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৭৩৫ রান করেন হায়দ্রাবাদের নিউজিল্যান্ড দলনেতা উইলিয়ামসন। পরের চারটি পজিশনে রয়েছেন যথাক্রমে দিল্লি ডেয়ারডেভিলসের ঋশব প্যান্ত (১৪ ম্যাচে ৬৮৪), কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল (১৪ ম্যাচে ৬৫৯), চেন্নাই সুপার কিংসের আম্বাতি রায়দু (১৬ ম্যাচে ৬০২) ও একই দলের শেন ওয়াটস (১৫ ম্যাচে ৫৫৫)।
এদিকে বোলিংয়ে ১৪ ম্যাচে ৮ ইকোনোমিতে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার টাই। পরের চারটি অবস্থানে রয়েছেন সানরাজার্স হায়দ্রাবাদের রশিদ খান (১৭ ম্যাচে ২১) একই দলের পেসার সিদার্থ কৌল (১৭ ম্যাচে ২১), রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উমেশ যাদব (১৪ ম্যাচে ২০) ও মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া (১৩ ম্যাচে ১৮)।
বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এমএমএস