ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লর্ডসে ভরাডুবির পর ইংলিশ দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ২৮, ২০১৮
লর্ডসে ভরাডুবির পর ইংলিশ দলে পরিবর্তন কিয়েটন জেনিংস-ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বড় লজ্জাই পেতে হলো ইংল্যান্ডকে। ঐতিহাসিক লর্ডস টেস্টে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। আর এই টেস্টে হারের পরে ওপেনার মার্ক স্টোনম্যানকে সরিয়ে দলে নেয়া হয়েছে কিয়েটন জেনিংসকে।

স্টোনম্যান লর্ডসে দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দেন। প্রথম ইনিংসে মোহাম্মদ আব্বাস ও দ্বিতীয় ইনিংসে শাদাব খানের শিকারে পরিণত হন।

এদিকে ২০১৬ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করে চমক দেখান জেনিংস। পরে পরবর্তীতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারায় বাদ পড়েন। কিন্তু সম্প্রতি ঘরোয়া লিগে দুর্দান্ত খেলে ফের ডাক পান দক্ষিণ আফ্রিকান বংশদ্ভুত ২৫ বছর বয়সী এই বাঁহাতি।

এই টেস্টে আবার ফিরছেন বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। তিনি ফেরায় ১ জুন হেডেংলিতে অনুষ্ঠেয় দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো কিছুর আশা করছে ইংল্যান্ড।

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, কিয়েটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, ডম বেস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ২৮ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।