ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
বাংলাদেশের বিপক্ষে আফগানদের দল ঘোষণা আফগানিস্তান দল- ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। একই সঙ্গে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টের দলও ঘোষণা করেছে আফগানিস্তান। অধিনায়ক হিসেবে থাকছেন আজগর স্ট্যানিকজাই।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে তরুণদের প্রাধান্য দিয়েছে আফগানিস্তান। দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ সময় কাটানো ব্যাটসম্যান দারউইশ রাসুলি।

১৫ মাস পর ঘরোয়া ক্রিকেটে ভাল করার পুরস্কার হিসেবে দলে ফিরেছেন নাজিব তারাকাই।  

ভারতের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন ৪ স্পিনার- মুজিব উর রহমান, রশিদ খান, জহির খান ও আমির হামজা। সদ্য সমাপ্ত আইপিএলে ভাল খেলার পুরস্কারস্বরূপ দলে জায়গা পেয়েছেন মুজিব ও রশিদ। দলে অভিষিক্ত পেসার হিসেবে জায়গা পেয়েছেন ওয়াফাদার।

আগানী ৩-৭ জুন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।  

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত আফগানদের টি-টোয়েন্টি স্কোয়াড: আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, শারাফুদ্দিন আশরাফ, শাহপুর জাদরান ও আফতাব আলম, সামিউল্লাহ শিনওয়ারি, শফিকুল্লাহ শাদাক, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদিন নায়েব, করিম জানাত।

ভারতের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াড: আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), জাভেদ আহমাদি, মোহাম্মদ নবি, রশিদ খান, আমির হামজা, সাঈদ শিরজাদ, মোহাম্মদ ইয়ামিন আহমাদজাই, ওয়াফাদার, জহির খান, ইসানুল্লাহ, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাসির জামাল, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি, আফসার জাজাই।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।