তবে সেই আশাও যেমন তেমন কেউ করেননি। ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার এমন ইচ্ছা প্রকাশ করেছেন।
১৯৬১ সাল থেকে ১৯৭৫ সালের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৬ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা সাবেক এই ভারতীয় ক্রিকেটার আইপিএলের দারুণ ভক্ত। সেখানেই রশিদের পারফরম্যান্স দেখে এমন মন্তব্য করেছেন ফারুক।
ভারতীয় এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি খেলাটির প্রতি তার মনোভাব ভালোবাসি। সে সবসময়ই হাসিমুখে থাকে। দেখে মনে হয় খুব উপভোগ করছেন। আমার মনে হয় তার আফগানিস্তানের প্রধানমন্ত্রী হওয়া উচিত।
রশিদের উদ্দেশে ফারুক বলেন, প্রেরণা ধরে রাখো। তুমি তোমার দেশের অনেক বড় প্রতিনিধি।
আইপিএলের দ্বিতীয় মৌসুমে খেলতে এসে নিজের সামর্থ্যের প্রমাণ ভালোভাবেই দিয়েছেন ১৯ বছর বয়সী রশিদ। ১৬ ম্যাচে গড় ২১.৮০ ও ইকোনমি রেট ৬.৭৩। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট ঝুলিতে নিয়েছেন রশিদ খান।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এমকেএম/এমজেএফ