ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের শিকারে সাজঘরে শেহজাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ৩, ২০১৮
সাকিবের শিকারে সাজঘরে শেহজাদ সাকিব আল হাসান

ঢাকা: ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা আফগান ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে সাজঘরে ফিরিয়ে টাইগারদের দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। ইনিংসের ১২তম ওভারে মাহমুদুল্লার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ৪০ রান (৩৭ বল) করা শেহজাদ।

একই ওভারে এ ব্যাটসম্যানকে কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন সাকিব। তবে দ্বিতীয় দফায় সে সুযোগ মিস করেননি মাহমুদুল্লা।



বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটটি নিয়েছেন রুবেল হোসেন। ব্যক্তিগত ২৬ রানে উসমান ঘানিকে বোল্ড আউট করেন ডানহানি এ পেসার।  

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব।

অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের থেকে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ৩, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।