ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই রানের চাকা সচল রাখে দুই ওপেনার শাহজাদ ও ইসমান গনি। তবে দলীয় ৫৫ ও ব্যক্তিগত ২৬ রানে নাজমুলের বলে ৭.৪ ওভারে এলবির ফাঁদে পরে ফিরে যান শাহজাদ।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি দুই ম্যাচেই হার। তৃতীয় ও শেষ ম্যাচ এখন শুধুই মান রক্ষার। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। ইতোমধ্যে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (৭ জুন) ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নেমেছে দু’দল।
এর আগে প্রথম ম্যাচে ৪৫ রান ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই নামবেন রশিদ-নবীরা। অন্যদিকে সিরিজ হারিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস ধরে রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ দলের একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম ও আবু জায়েদ।
আফগানিস্তান দলের একাদশঃ
মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গণি, আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমকেএম