ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সালমা-রুমানাদের বোনাস নিয়ে সিদ্ধান্ত সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ১০, ২০১৮
সালমা-রুমানাদের বোনাস নিয়ে সিদ্ধান্ত সোমবার বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের জাতীয় দলের ক্রি‌কেটারদের যে কোনো অবিষ্মরণীয় জয়েই কোটি টাকা বোনাস ঘোষণা করে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড ( বিসিবি)। সামনের দিনগুলোতে তাদের আরও ক্ষুরধার পারফরম্যান্সে উৎসাহী করার জন্যই এমন বোনাসের ব্যবস্থা করা হয়।

এশিয়া কাপে পরাশক্তি ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল অবিষ্মরণীয় এক জয় উপহার দিয়েছে। নারী এশিয়া কাপের বিগত ৬ আসরে ভারত একটি ম্যাচেও হারের স্বাদ নেয়নি।

সেই ভারতকেই নাস্তানাবুদ করে ছেড়ে দিল বাংলাদেশের মেয়েরা।   গ্রুপ পর্বে ৭ উইকেটের পর ফাইনালেও ৩ উইকেটে হারিয়ে জিতে নিল প্রথম এশিয়া কাপ শিরোপা।

ছয় বারের এশিয়া কাপ শিরোপা জয়ী ভারতের বিরুদ্ধে এমন ঐতিহাসিক জয়ের পর তারাও কোটি টাকা বোনাসের জোর দাবিদার! বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। তাই কাল বিলম্ব না করে সোমবার (১১ জুন) বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।  

নিজাম উদ্দীন চৌধুরী সুজন।  ছবি: শোয়েব মিথুন

রোববার মালয়েশিয়ায় সালমাদের অবিষ্মরণীয় জয়ের পরে বিসিবিতে সংবাদমাধ্যমকে দেওয়া  এক  প্র‌তিক্রিয়ায় একথা জানালেন সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন,'আগামীকাল (সোমবার) আমাদের বোর্ড মিটিং আছে। ওখানে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। ' 

নারী দলের এই  জয়কে  বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় অর্জন উল্লেখ করে নিজাম উদ্দিন বলেন, 'মেয়েদের ক্রিকেটে এটা বিশাল অর্জন।  সামনে ওদের আরও ভালো খেলতে এই সাফল্য আরও বেশি অনুপ্রাণিত করবে। নারী ক্রিকেটকে নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। আসলে সেভাবে ফলাফল পাওয়া যাচ্ছিল না। অবশ্যই এটা একটা বড় ধরনের প্রেরণা হয়ে থাকবে নারী ক্রিকেটের জন্য। '

রোববার (১০ জুন) মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এ ইতিহাস গড়লো টাইগ্রেসরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।