ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ার সেরা হয়ে সোমবার দেশে ফিরছেন টাইগ্রেসরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এশিয়ার সেরা হয়ে সোমবার দেশে ফিরছেন টাইগ্রেসরা বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ঢাকা: নারী এশিয়া কাপে সেরার মুকুট জিতে সোমবার (১১ জুন) বিকেলে দেশে ফিরছে ‍বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়া থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩১৬ ফ্লাইটে চেপে  ওই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ইতিহাস সৃষ্টিকারী সালমা-রুমানারা।

রোববার (১০ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টাইগ্রেসদের দেশে ফেরার খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপের শুরু করলেও বাকি চারটি ম্যাচেই টাইগ্রেসদের দাপুটে পারফরম্যান্স লক্ষ্য করা গেছে।

ক্রিকেটের যে কোন ফরম্যাটে অজেয় পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় ৭ উইকেটের বড় ব্যবধানে।

লিগ পর্বে অভিন্ন ফলাফল ছিল ভারতের বিপক্ষেও। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বরাবরই দারুণ দাপুটে ভারতকেও একই ব্যবধানে হারায় টাইগ্রেসরা।  থাইল্যান্ড, মালয়েশিয়া পাত্তাই পায়নি সালমাদের কাছে।  থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয়ার পর মালয়েশিয়াকেও ৭০ রানের ব্যবধানে হারায় তারা।

ফাইনালে সেই ভারতকে আবারও ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে স্বপ্নিল জয় তুলে নেয় লাল সবুজের প্রমীলা দল।

শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের দেয়া ১১৩ রানের লক্ষ্য লাল-সবুজের নারী দল ছুঁয়ে ফেলে ৭ উইকেটের খরচায়। ব্যাটে বলে দাপুটে পারফরম্যান্সে ম্যাচ সেরা হয় অলরাউন্ডার রুমানা আহমেদ।

ব্যাট হাতে ২২ বলে ২৩ রান করা রুমানা ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট।  

এশিয়া কাপের ৭ আসরে এটি বাংলাদেশের প্রথম শিরোপা। বাকি ৬টিই ছিল ভারতের দখলে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।