এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু করলেও বাকি চারটি ম্যাচেই টাইগ্রেসদের দাপুটে পারফরম্যান্স লক্ষ্য করা গেছে। ক্রিকেটের যে কোনো ফরম্যাটে অজেয় পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় ৭ উইকেটের বড় ব্যবধানে।
লিগ পর্বে অভিন্ন ফলাফল ছিল ভারতের বিপক্ষেও। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বরাবরই দারুণ দাপুটে ভারতকেও একই ব্যবধানে হারায় টাইগ্রেসরা। থাইল্যান্ড, মালয়েশিয়া পাত্তাই পায়নি সালমাদের কাছে। থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয়ার পর মালয়েশিয়াকে ৭০ রানের ব্যবধানে হারায় তারা। ফাইনালে সেই ভারতকে আবারও ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে স্বপ্নিল জয় তুলে নেয় লাল সবুজের প্রমীলা দল।
শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের দেয়া ১১৩ রানের লক্ষ্য লাল-সবুজের নারী দল ছুঁয়ে ফেলে ৭ উইকেটের খরচায়। ব্যাটে বলে দাপুটে পারফরম্যান্সে ম্যাচ সেরা হয় অলরাউন্ডার রুমানা আহমেদ। এশিয়া কাপের সপ্তম আসরে প্রথমবার শিরোপা জিতলো বাংলাদেশ। মজার কথা আগের ছয়বারই ট্রফির স্বাগ পেয়েছিল ভারত। এছাড়া দ্বি-পাক্ষিক সিরিজের বাইরে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো সালমারা। এমন কৃতিত্ব বাংলাদেশ পুরুষ দলও করে দেখাতে পারেনি।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ১১ জুন, ২০১৮
এমএমএস