অনেকেই সেটা পেরেছেন। আবার অনেকে পারেননি।
কিন্তু তার পরেও টাইগার স্কোয়াডে তিনি নিয়মিত নন। কী সাদা, কী রঙিন পোশাকে। টেস্টে তিনি সবশেষ মাঠে নেমেছেন দেড় বছর আগে। নিউজিল্যান্ড সফরে নিজের অভিষেক টেস্টে যেটা ছিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।
নবাগত হিসেবে ওই ম্যাচে খুব খারাপও করেননি। কিউদের ওমন বৈরী কন্ডিশনকে থোরাই কেয়ার করে ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসেই অর্ধশতকের একেবারে কাছে ( ৪৭ রান) গিয়ে আউট হয়েছেন। যদিও দ্বিতীয় ইনিংসে ফিরতে হয়েছে রিক্ত হাতে। রঙিন পোশাকেও তার অবস্থা তথৈবচ। ওয়ানডে, টি টোয়েন্টি যাই বলুন না কেন সবই সবশেষ খেলেছে ২০১৬-২০১৭ সালের ওই নিউজিল্যান্ড সফরেই।
লম্বা সময় বিরতি শেষে আবার তার দেশের হয়ে খেলার সুযোগ এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের মূল স্কোয়াডে তিনি ডাক পেয়েছেন। ভাগ্য বিড়ম্বনায় না পড়লে সেরা একাদশেও জায়গা পেতে পারেন। অনুমিতভাবে তাই তিনি রোমাঞ্চিত। সেটা অন্য কোনো কারণে নয়, দেশের হয়ে খেলবেন বলে।
'সবসময় লক্ষ্য থাকে বাংলাদেশের হয়ে খেলার। দেশের হয়ে যে কোনো ফরম্যাটেই খেলা অন্যরকম ব্যাপার। এখন টেস্ট দলে সুযোগ পেয়েছি, লক্ষ্য থাকবে সুযোগ পেলে ভালো করার। '
সোহানের পরিসংখ্যান বলে দেয় দেশের যে কটি ম্যাচই তিনি খেলেছেন, তার সিংহভাগই ভালো। কিন্তু তারপরেও দল থেকে বাদ পড়েছেন! অবশ্য এতে তার কোন ক্ষোভ নেই। বরং নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের অবহেলাকেই অদৃষ্ট বলে ধরে নিয়েছেন।
'যে জিনিস আমার হাতে নেই সেই জিনিস নিয়ে ভেবে লাভ নেই। সবসময় লক্ষ্য থাকে যেখানেই সুযোগ থাকে ভালো করার। '-যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২১ জুন, ২০১৮
এইচএল/এমএমএস