ম্যাচের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির বাইরে থাকা বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা লেগে বেশ খারাপভাবেই চোট পান লঙ্কান ওপেনার কুসল পেরেরা। সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কেনসিংটন ওভালে মঙ্গলবার (২৬ জুন) ৫ উইকেটে ৮১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৬৩ রান আর ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৫ উইকেট। দিনের শুরুতেই কোনো রান যোগ করার আগেই কুসল মেন্ডিসকে ফিরিয়ে দেন জেসন হোল্ডার।
তবে এটিই দিনের একমাত্র সফলতা হয়ে থাকে স্বাগতিকদের। হাসপাতাল থেকে ফেরা কুশল পেরেরা ২৮ রান ও দিলরুয়ান পেরেরার ২৩ রানে মাত্র ১৬.২ ওভার খেলেই সফরকারীরা পৌঁছে যায় জয়ের বন্দরে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬০ রানে ৯ উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দারুণ পারফরম্যান্স দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন শেন ডাওরিচ।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘন্টা, জুন ২৭, ২০১৮
এমকেএম