ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে জাহানারার ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে জাহানারার ৫ উইকেট ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেললেন বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।

প্রথম স্পেলে নিজের প্রথম ওভারেই তুলে নেন ওপেনার শিলিংটিন ও জয়সিকে। শেষ স্পেলের এক ওভারে আবারও তুলে নেন দুই উইকেট।

আর নিজের শেষ ওভারে নেন আরও এক উইকেট।
  
বাংলাদেশের পক্ষে এটিই কোনো নারী ক্রিকেটারের প্রথম ৫ উইকেট।  এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল বাংলাদেশ নারী ক্রিকেটে। এর আগে টি২০ তে ৪ উইকেট নিয়েছেন সালমা খাতুন। ২০১২ সালের এশিয়া কাপে শ্রীলনকার বিপক্ষে ৬ রানে ৪ উইকেট নেন তিনি।

এছাড়া ওয়ানডেতে অফস্পিনার খাদিজা তুল কুবরা ২বার চার উইকেট নিয়েছেন। একবার করে নিয়েছেন রুমানা আহমেদ ও লতা মন্ডল।  

ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে এখন পর্যন্ত ১৭ ওভারে ১১৭ রান করেছে বাংলাদেশ।  

এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।