ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৮ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
১৮ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ। এই সবকটি উইকেটই নিয়েছেন রোচ। ওপেনার তামিম ইকবালকে ব্যক্তিগত ৪ রানের শেন ডোওরিচের ক্যাচ বানান পেসার রোচ। পরে এক রানে থাকা মুমিনুল হককে শাহি হোপের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান এই ডানহাতি।

নিজের পঞ্চম ওভারে শূন্য রানে থাকা মুশফিকুর রহিমকে এলবির ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের চতুর্থ বলে শূন্য রানে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও ফেরেন।

পরে ঐ ওভারেরই পঞ্চম বলে মাহমুদউল্লাহ’র উইকেটটিও তুলে নেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন দাশ।

এর আগে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামছে টাইগাররা। মুশফিকুর রহিমের পরিবর্তে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৮৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার আবু জায়েদ রাহির।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাহি হোপ, রোস্টন চেজ, শেন ডোওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জয়দ, কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।