ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কটল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশ নারী দলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
স্কটল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশ নারী দলের জয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

জিতেই চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপ জয়ের পর জিতে নিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এবার সে স্বাদ তাজা থাকতেই জয় পেলো বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচেও।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে নেদারল্যান্ডসে আছে বাংলাদেশ নারী দল। সেখানেই প্রস্তুতি ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে।

রোটারড্যামের ভিওসি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্কটিশ মেয়েদের মাত্র ৪৭ রানে অলআউট করে দেয় সালমা-রুমানারা। জয় তুলে নিতে টাইগ্রেসদের খরচ হয়েছে মাত্র একটি উইকেট।

৭ জুলাই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সালমাদের গ্রুপে থাকা অপর দুটি দল আরব আমিরাত ও স্বাগতিক নেদারল্যান্ডস। আগামি নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘন্টা, ০৫ জুলাই, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।