ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোড়ালির চোট কাটিয়ে ফিরছেন ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
গোড়ালির চোট কাটিয়ে ফিরছেন ব্রড স্টূয়ার্ট ব্রড। ছবি: সংগৃহীত

ইনজুরি থেকে ফিরছেন ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। বাঁ-গোড়ালির চোট থেকে সুস্থ হয়ে ফেরার ঘোষণা দিয়েছেন নিজেই।

গেলো সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশীপে লিগামেন্টের চোটে পড়েন ব্রড। লিগে নটিংহ্যামশায়ারের হয়ে খেলছেন ডানহাতি বোলার।

ম্যাচে ওরচেস্টারশায়ারের বিপক্ষে খেলছিলো তার দল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পূর্ণ ছন্দে ফেরার আশা করছেন ব্রড। আগস্টের ১ তারিখ থেকে শুরু হবে এই সিরিজ।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে ব্রড লিখেছেন, আমি কয়েকটি ইনজেকশন নিয়েছি আমার বাম গোড়ালিতে, সেখানে আমার লিগামেন্টে সমস্যা ছিলো। অভিজ্ঞ কয়েকজন বিশেষজ্ঞ কিছু পরীক্ষা ও স্ক্যান করিয়েছে। পাঁচ দিন বিশ্রাম নিলেই আমি দৌড়ানর মতো সুস্থ হয়ে যাবো। ২২ জুলাই হয়তো সারের বিপক্ষে মাঠেও নামতে পারবো। এটাই আপাতত পরিকল্পনা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ০৬ জুলাই, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।