ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ে শুরু টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাই মিশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
জয়ে শুরু টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাই মিশন ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে সাকিবরা যখন একের পর এক হার উপহার দিয়ে যাচ্ছেন ঠিক তখই নিজেদের জয়রথ ছুটিয়ে চলেছেন টাইগ্রেস দলপতি সালমা ও তার দল। এশিয়া কাপ, আয়ারল্যান্ড সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবার মূল পর্বের শুরুটাও জয় দিয়েই করলো লাল সবুজের বাঘিনীরা।

নিজেদের প্রথম ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাপুয়া নিউ গিনিকে। বল বাকি ছিলো ৩১টি।

দলটির দেয়া ৮৫ রানের লক্ষ্য তারা টপকে গেছে শারমিন সুলতানা ও আয়েশা রহমান শুকতারাকে হারিয়ে। ওপেনার শারমিন করেছেন ৩৬ বলে ৩৫। আর ১৭ বল থেকে শুকতারা সংগ্রহ করেছেন ১৫ রান।

এর আগে শনিবার (৭ জুলাই) নেদারল্যান্ডসের অ্যামসটেলভিন স্টেডিয়ামে টস জিতে পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সালমা খাতুন। তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রতিপক্ষের ব্যাটম্যাসরা খুব একটা সুবিধে করে উঠতে পারেনি।

৬ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে পাপুয়া নিউ গিনির সংগ্রহ ৮৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন ভিরু ফ্র্যাংক।

বল হাতে বাংলাদেশের হয়ে পান্না ঘোষ ২টি, জাহানারা আলম, সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।