নিজেদের প্রথম ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাপুয়া নিউ গিনিকে। বল বাকি ছিলো ৩১টি।
দলটির দেয়া ৮৫ রানের লক্ষ্য তারা টপকে গেছে শারমিন সুলতানা ও আয়েশা রহমান শুকতারাকে হারিয়ে। ওপেনার শারমিন করেছেন ৩৬ বলে ৩৫। আর ১৭ বল থেকে শুকতারা সংগ্রহ করেছেন ১৫ রান।
এর আগে শনিবার (৭ জুলাই) নেদারল্যান্ডসের অ্যামসটেলভিন স্টেডিয়ামে টস জিতে পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সালমা খাতুন। তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রতিপক্ষের ব্যাটম্যাসরা খুব একটা সুবিধে করে উঠতে পারেনি।
৬ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে পাপুয়া নিউ গিনির সংগ্রহ ৮৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন ভিরু ফ্র্যাংক।
বল হাতে বাংলাদেশের হয়ে পান্না ঘোষ ২টি, জাহানারা আলম, সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস