পাকিস্তানের জয় অবশ্য একপেশে করে দেন ওপেনার ফখর জামান। তার ৯১ রানের বীরত্বে ৪ বল হাতে রেখেই ১৮৪ রানের বাধা টপকায় দলটি।
অজিদের ব্যাটিংয়ের শুরুটা দারুণই হয়েছিল। ওপেনিংয়ে ৯৫ রানের জুটি গড়েন ডা’আর্সি শর্ট ও অ্যারন ফিঞ্চ। ৫৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭৬ করেন শর্ট। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৭ রান। নির্ধারিত ২০ ওভার শেষে দলটি ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে।
মোহাম্মদ আমির নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুই রানে পাকিস্তান ২ উইকেট হারালে বাজে কিছুর ইঙ্গিত আসে। কিন্তু তৃতীয় উইকেটে অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে জুটি গড়েন ফখর। পরে শোয়েব মালিকের সঙ্গে দারুণ খেলে দলকে জয়ের কাছে নিয়ে আউট হন এই বাঁহাতি। ৪৬ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ৯১ করেন তিনি। শেষ দিকে ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জেতান মালিক।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ০৮ জুলাই, ২০১৮
এমএমএস