ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে টেস্ট কেইস হিসেবে নামা মোস্তাফিজ এই তিন উইকেট পেতে ১১ ওভার বল করে দিয়েছেন ৪৪ রান।
অবশ্য বল হাতে তার চাইতেও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
বাকি তিন উইকেটের ২টি নাইম হাসান ও ১টি নিয়েছেন সৌম্য সরকার।
লঙ্কানদের হয়ে ব্যাট হাতে ১৪২ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ওপেনার শিহান জয়সুরিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান এসেছে মিডল অর্ডার আসান শাম্মুর ব্যাট থেকে।
এদিকে প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হওয়া স্বাগতিক বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৩ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে। ব্যক্তিগত ১৯ রানে সাদমান ইসলাম মালিন্দা পুষ্পকুমারার বলে ফিরে গেছেন মানজশরথচন্দ্রের হাতে স্ট্যাম্পড হয়ে।
দিন শেষে ১৮ রানে সৌম্য সরকার ও মিজানুর রহমান অপরাজিত আছেন ৫ রানে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস