টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ।
আয়শা কিছুক্ষণ উইকেটে টিকে থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাননি।
ফারজানা হক ১৭, নিগার সুলতানা ৫, সানজিদা ইসলাম ০, রুমানা আহমেদ ১, ফাহিমা খাতুন ৫, জাহানারা আলম ১২, সালমা ৫, পান্না ঘোষ ০ ও নাহিদা আখতার ১ রানে আউট হয়ে ফেরেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আয়শা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২২ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন লিউয়িস। এছাড়া রিচার্ডসন করেন ২৩ রান। বাকি আর কেউই দশের ঘর পার হতে পারেননি।
আয়ারল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন ও'রেইলি। বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন পান্না ঘোষ।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এমকেএম / এসআইএস