সবকিছু ঠিক থাকলে সোমবার (১৬ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সযোগে তিনি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
রোববার (১৫ জুলাই) মাশরাফির ঘণিষ্ঠ সুত্র থেকে বিষয়টি বাংলানিউজ নিশ্চিত হয়েছে।
মাশরাফি পত্নী সুমনা হক সুমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ। আচমকা অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অপেক্ষায় ছিলেন অসুস্থ স্ত্রীর শারিরীক অবস্থার উন্নতি হয় কী না! ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অংশগ্রহন অনেকটাই অনিশ্চিয়তার মুখে পড়ে।
অবশেষে নিশ্চিত হলো মাশরাফির ওয়েস্ট ইন্ডিজ সফর।
আগামি ২২ জুলাই গায়নায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেইন্ট কিটসে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এইচএল/এমকেএম