দলে আরও ফিরেছেন ফাস্ট বোলার আলজারি জোসেফ ও ব্যাটসম্যান কাইরান পাওয়েল। তবে বাদ পড়েছেন মারলন স্যামুয়েলস, কার্লোস ব্র্যাথওয়েট, নিকিতা মিলার, শেলডন কোটরেল ও কেসরিক উইলিয়ামস।
এদিকে প্রায় তিন বছর আসে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ক্যারিবীয়দের হয়ে ওডিআই খেলেছিলেন রাসেল। সে ম্যাচে ইনজুরিতে পড়ে সিরিজ শেষ হয়ে যায় তার। পরবর্তীতে ২০১৭ সালের জানুয়ারিতে ডোপ কেলেঙ্কারিতে এক বছরের জন্য নিষিদ্ধ হন এই ডানহাতি।
আগামী ২২ জুলাই গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ ওডিআই দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হ্যাটমায়ার, শাহি হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কেমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৮
এমএমএস