ওপেনার মিজানুর রহমানের ৬৭, টপ অর্ডার ফজলে মাহমুদের ৫৯ ও আরিফুল হকের ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ।
২৮১ রানের লক্ষে খেলতে নেমে জয়ের খুব কাছে গিয়েও ২৭৮ রানে গুটিয়ে গেল লঙ্কানদের ইনিংস।
ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে অধিনায়ক মিঠুনের ইনিংসটিও উল্লেখযোগ্য ছিল। ৪৪ বল থেকে তিনি সংগ্রহ করেছেন ৪৪ রান।
সফরকারীদের হয়ে বল হাতে শিহান মাদুশঙ্কা, দাশুন শানাকা, শিহান জয়সুরিয়া, থিসারা পেরেরা ও মালিন্দা পুস্পকুমারা ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৭ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পরে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের হয়ে দাশুন শানাকা ৭৮ বলে ৭৮ ও আশান প্রিয়ঞ্জন খেলেছেন ৪২ রানের ইনিংস।
বাংলাদেশের হয়ে বল হাতে খালেদ মাহমুদ ৪টি, শরিফুল ইসলাম ৩টি ও আরিফুল হক নিয়েছেন ২টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন আরিফুল।
বাংলাদেশ সময় ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এইচএল/এমএইচএম