২০১৯ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ জিম্বাবুয়ের খুবই খারাপ সময় কাটছে। প্রথম দুই ওয়ানডেতে মুখ থুবড়ে পড়া মাসাকাদজারা এদিন নিজেদের ওডিআই ইতিহাসে ষষ্ঠ সর্বনিম্ন স্কোরের বাজে রেকর্ড গড়লো।
২৫ ওভার ১ বল খেলা জিম্বাবুয়ের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছান মাত্র ৩ জন। চামু চিবাবা ১৬, ও সমান ১০ রান করে করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও ওয়েলিংটন মাসাকাদজা। বাকি টেলিফোনের ডিজিট ধরে এগোতে থাকেন।
ফাহিম ৮.১ ওভারে ২২ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন। ২ উইকেট পান পেসার জুনায়েদ খান। এছাড়া একটি করে উইকেট পান উসমান খান, ইয়াসির শাহ ও শাদাব খান।
জবাবে ব্যাট করতে নেমে ৯.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। শুরুটা অবশ্য ভালো হয়নি দলটির। ব্লেসিং মুজারবানির প্রথম বলেই বিদায় নেন ওপেনার ইমাম-উল-হক। তবে বাকি সময় আর কোনো বিপর্যয় হতে দেননি ফখর জামান ও বাবর আজম। ২৪ বলে ৮টি চারে ৪৩ রানে অপরাজিত থাকেন ফখর। ১৯ রানে মাঠ ছাড়েন বাবর।
আগামী ২০ জুলাই একই মাঠে সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৮
এমএমএস