ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক ম্যাচ জেতা হল না নেপালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
ঐতিহাসিক ম্যাচ জেতা হল না নেপালের অভিষেক ওয়ানডেতে নেপালের হার। ছবি: সংগৃহীত

ওয়ানডে স্ট্যাটাসটা পেয়েছিল চলতি বছরের শুরু দিকেই। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে অষ্টম স্থান অর্জন করার পর নেপালকে দেওয়া হয় ওয়ানডে স্টাটাস। তবে নিজেদের অভিষেক ওয়ানডের অভিজ্ঞতা সুখকর নয় নেপালিদের।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর বুধবার (১ আগস্ট) নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে নেপাল। কিন্তু ডাচদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৫ রানের হার নিয়েই মাঠ ছাড়ে নেপাল।

ম্যাচে এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। নেপালের দারুণ বোলিং আক্রমণে ১৮৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। সম্পাল কামি ও অধিনায়ক পরশ খাদকার বোলিং তোপে ৪৭.৪ ওভারেই গুটিয়ে যায় ডাচরা।

১৯০ লক্ষ্যে খেলতে নেমে জয়ের আভাসই দিচ্ছিল নেপাল। দুর্দান্ত সূচনাও এনে দিয়েছিল টপ অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত এই অল্প রানও টপকে যেতে পারেনি নেপাল।

প্রথম ৫ উইকেটে ৯৪ রান করা নেপালের শেষ ৫ উইকেট চলে যায় মাত্র ৪০ রানে।

টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান ছাড়া বাকিদের কেউই নিজেদের রান সংখ্যা দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জ্ঞানেন্দ্র মল্ল। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে দীপেন্দ্র সিংয়ের ব্যাট থেকে।

নেদারল্যান্ডসের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ফ্রেড ক্লাসেন, মাইকেল রিপন ও অধিনায়ক পিটার সিলার।

শুক্রবার (৩ আগস্ট) দ্বিতীয় ওয়ানডে খেলবে নেপাল ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।