বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম খান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
তার দেয়া তথ্যানুযায়ী, দেশের প্রধান প্রথম শ্রেণীর এই ক্রিকেটে আগের ফরম্যাটই থাকছে।
এবারের এনসিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলেও জানালেন বিসিবি ম্যানেজার। তিনি বলেন, অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে এবারের মৌসুম শুরু হবে। আগের মতো এবারও দুটি স্তর থাকবে। এনসিএলের ক্রিকেটাররা এখন ম্যাচ প্রতি ৩৫০০০ টাকা করে পাচ্ছেন। তবে তাদের পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আগের দুই আসরের ধারাবাহিকতায় গেল আসরেও চ্যাম্পিয়ন হয়ে জাতীয় ক্রিকেট লিগে হ্যাট্টিক চ্যাম্পিয়নের গৌরব লাভ করে আব্দুর রাজ্জাক-তুষার ইমরানদের খুলনা বিভাগ।
গেল আসর শেষে প্রথম স্তরে নিজেদের জায়গা ধরে রেখেছে খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ। আর অবনমন হয়ে দ্বিতীয় স্তরে নেমে গেছে ঢাকা বিভাগ। এই স্তরের বাকি তিনদল হলো; সিলেট, চট্টগ্রাম ও ঢাকা মেট্টো।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এইচএল/এমকেএম