ব্যাটিংয়ে নেমে ৩৮ বলে ৬০ রান করার পাশাপাশি বোলিংয়ে দারুণ ইকোনোমিতে তুলে নেন ২টি উইকেট। তার এই পারফরম্যান্স দলের জয়ে অসাধারণ ভূমিকা রাখে।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমি মনেকরি সেইন্ট কিটসে হারের পরও বিশ্বাস আমাদের সঙ্গে ছিল। আমরা নিজেদের মধ্যে দারুণ আলোচনা করি, যেখানে প্রতিজ্ঞা করি ওয়েস্ট ইন্ডিজেকে আমরা হারাতে পারি। আমাদের চিন্তাধারা গতিবেগই পরিবর্তন করে দেয়। ’
তিনি আরও বলেন, ‘দর্শকদের সমর্থন দারুণ কাজে দেয়। আমাদের কখনোই মনে হয়নি আমরা দেশের বাইরে খেলছি। মনে হচ্ছিল বাংলাদেশেই খেলছি। আশাকরি তারা আগামীকালও এসে আমাদের সমর্থন জানাবেন। হায়দার (আবু) ও সব বোলাররা ছিল অসাধারণ। ফিজ (মোস্তাফিজুর রহমান) রান দেয়াতে কিছুটা খরুচে ছিল, তবে ভালোকিছু উইকেট তুলে নিয়েছে। চমৎকার দলীয় প্রয়াস। ’
৬ আগস্ট একই ভেন্যুতে বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৮
এমএমএস