সোমবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হচ্ছে ম্যাচ। বাংলাদেশ দল থাকছে অপরিবর্তিত।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে দেখা গেলো বদলে যাওয়া বাংলাদেশকে। তামিম-সাকিব-নাজমুল অপুদের দুর্দান্ত পারফরম্যান্সে ১২ রানের জয় তুলে বাংলাদেশ সিরিজে সমতায় ফেরে। সোমবারের ম্যাচটিই নির্ধারণ করবে, কারা হাতে নিতে পারবে সিরিজের ট্রফি।
দেশে এখনও টি-টোয়েন্টি সিরিজ জয় নেই বাংলাদেশের নামের পাশে, তবে বিদেশে জয় পেয়েছে একটি। ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডেই তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। বাকি সিরিজের মধ্যে তিনটি ড্র আর তিনটিতে হার হজম করতে হয় টাইগারদের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আন্দ্রে ফ্লেচার, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশল নার্স, কিমো পল, কেসরিক উইলিয়ামস, স্যামুয়েল বদ্রি।
বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এমএইচএম/এইচএ/