উইন্ডিজ সফরে টেস্ট সিরিজটি যাচ্ছেতাই রকমের গেলেও বাকি দুটি ফরম্যাটে মাশরাফি, সাকিবরা ছিলেন সম্পূর্ণই ছন্দে। ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে ও ৬ বছর পরে টি-টোয়েন্টি সিরিজটিও দুর্দান্ত দাপটে নিজেদের করে নিল।
কাজেই আনন্দিত ও তুষ্ট এই টাইগার পারফর্মার, ‘সব মিলিয়ে বলতে গেলে এই ট্যুরটা সফল বলতে হবে, তিনটা ট্রফির মধ্যে দুইটা জিতেছি। দেশের বাইরে তো এরকম রেজাল্ট আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট। নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। হয়তো আরও অবদান রাখতে পারলে আরও ভাল হতো। ওভারঅল যে ধরনের পারফরম্যান্স হয়েছে তা নিয়ে খুবই আনন্দিত। ’
সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৭ রান করা সাকিব বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের পাশাপাশি আলো ছড়িয়েছেন বল হাতেও। ৫৬ রানের পাশে যোগ করেছিলেন ২টি উইকেট। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এসে কিছুটা নিস্প্রভ তিনি। ব্যাট হাতে ৩৭ রানের পাশে ছিলো না কোনো উইকেট।
টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য সিরিজ হওয়া সাকিব প্রথম ম্যাচে উইকেটশূন্য ও ১৯ রানে ফিরে গেলেও দ্বিতীয়টিতে ৬০ রান ও ২ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। তৃতীয় ও শেষটিতে ২৪ রান করে শিকার করেছেন মাত্র ১ ক্যারিবীয় ব্যাটসম্যানকে।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৮
এইচএল/এমএমএস