সামনে বাংলাদেশ জাতীয় দলের টানা ম্যাচ। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের পরপরই আছে এশিয়া কাপ, জিম্বাবুয়ে সিরিজ, লঙ্কানদের বিপক্ষে সিরিজ।
বৃহস্পতিবার (আগস্ট ৯) রাজধানীর ওয়েস্টিন হোটেলে কোচ স্টিভ রোডসসহ বোর্ডের সদস্যদের নিয়ে এক বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সদ্য শেষ হওয়া সিরিজের ভালো-খারাপ দিক, সাকিবের বর্তমান অবস্থা, আসন্ন এশিয়া কাপ, ক্রিকেটারদের অসদাচরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সভা শেষে মুমিনুলের পারফরম্যান্সের ভিত্তিতে সামনের সিরিজগুলোতে দলে জায়গা পাবেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে সভাপতি বলেন, ‘এখানে সমস্যাটা বলি, এমনিতেই কয়েকটা জায়গা ছাড়া সবই ফিক্সড। তিন অথবা সাতে রদবদল করা যেতে পারে। এখন সাকিব তিনে খেলতে শুরু করেছে। সে খেললে তো কথাই নেই। সাকিব তিনে খেললে ছয়-সাতের আগে অপশন নেই। তো পজিশন দেখে ঠিক করতে হয়। মুমিনুল তো সবসময়ই আমরা মনে করি ভালো ব্যাটম্যান। সে রান করাতে আমরা সকলেই খুব খুশি। কারণ আমরা মনে করি সে আসলেই ভালো ব্যাটসম্যান। তবে সাকিব তিনে ফিক্সড হয়ে গেলে তার ৬-৭ ছাড়া জায়গা পাওয়া মুশকিল। ’
সেপ্টেম্বরের ১৫ তারিখে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বছরের এশিয়া কাপ। তাই এই আসরকে সামনে রেখেই আপাতত দল নিয়ে চলছে পরিকল্পনা। নির্বাচক দলে আছেন নতুন কোচ রোডসও। কারণ তিনিই ক্রিকেটারদের কাছ থেকে দেখে পরখ করতে পারেন। এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হওয়ায় প্রতিযোগিতা হবে আরও বেশি এমনটাই ভাবনা নাজমুল হাসানের।
বলেন, ‘ক্রিকেটে আসলে কিছু বলা কঠিন। পাকিস্তান এখন সুপার ফর্মে আছে। ভারত তো আগে থেকেই শক্তিশালী। ওখানে বেসিক্যালি আমি মনে করি আমরা ও শ্রীলঙ্কা একই লেভেলের। আগে শ্রীলঙ্কা অনেক ওপরে ছিল, এখন একই। আমরাও জিততে পারি, ওরা জিততে পারে। সেদিক থেকে এবারের এশিয়া কাপ আমার কাছ মনে হচ্ছে কঠিনই হবে।
‘এছাড়া নতুন পরিবেশ। ওখানে কঠিন হবে। তারপরও সেজন্যই আমরা দলকে আগে পাঠাতে চেষ্টা করছি। আলোচনা করছি। তবে আমাদের বিশ্বমানের প্লেয়ার আছে। মুস্তাফিজ ফর্মে ফিরছে। ৫ সিনিয়র আছে। যে কোনো দলকে হারাতে পারি। আরেকবার যদি সুযোগ আসে, হাতছাড়া যেন না হয়। কয়েকটা সুযোগ আমরা একেবারে শেষ মুহূর্তে হারিয়েছি। সেরকম যেন আর না হয়। ’
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমকেএম