এই আসরে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের দলভুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে তাকে একাদশে রাখেনি সেন্ট কিটস।
অধিনায়ক ক্রিস গেইলের বিধ্বংসী ইনিংসও ম্লান হয়ে গেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের শিমরন হেটমায়ারের ঝড়ে। আসরের প্রথম ম্যাচেই গায়ানার বিপক্ষে ৬ উইকেটে হারে সেন্ট কিটস। টসে হেরে ব্যাট করতে নামে সেন্ট কিটস। তবে গেইলব্যতীত আর কেউই ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। শুরুতে ব্যাট হাতে নেমে ১৯তম ওভারে আউট হয়ে ফেরেন গেইল। ৬৫ বলে ৭ চার ও ৫ ছক্কার সাহায্যে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন গেইল। তিনি ছাড়া টম কুপার ও বেন কাটিং দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট ১৪৬ রান করে সেন্ট কিটস। গায়ানার পক্ষে ২ উইকেট নেন কিমো পল। এছাড়া ১টি করে উইকেট নেন সোহেল তানভীর, ইমরান তাহির ও ক্রিস গ্রিন। জবাবে শুরুটা ভালো হয়নি গায়ানার। নেপালি লেগস্পিনার সন্দ্বীপ লামিচানের ঘুর্ণিতে মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে গায়ানা। ৪ ওভারের স্পেলে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট নেন লামিচানে।
অবশ্য প্রাথমিক বেশ ভালভাবেই সামলে নিয়েছে গায়ানা। তিন নম্বরে ব্যাট করতে নামা হেটমায়ার একাই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে দলকে। মাত্র ৪৫ বলে ৯ চার ও ৪ ছক্কার মারে ৭৯ রান করে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। হেটমায়ার ছাড়া ক্রিস গ্রিন ২৫, জেসন মোহাম্মদ ১৬ ও শোয়েব মালিক করেন ১৪ রান।
আগামী ১২ আগস্ট ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর সেন্ট কিটস। ৮ আগস্ট শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের এবারের আসর।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমকেএম