ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চলতি আসরে গায়ানা এমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন পেসার সোহেল তানভীর। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় গায়ানা এমাজন ওয়ারিয়র্স ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
ম্যাচের প্রথম ইনিংসে ১৭ তম ওভারে ঘটে এই ঘটনা। সেন্ট কিটসে হয়ে খেলা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেন কাটিং ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে বসেছিলেন তানভীরকে। পরের বলেই দুর্দান্ত এক ইয়র্কারে তার উইকেট তুলে নেন এই পেসার। এমন জবাবের পর যেনো নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। সাজঘরের পথে ফেরা কাটিংকে দুই হাতের মধ্যাঙ্গুলি দেখিয়ে অশোভন ভঙ্গি করেন।
মুহূর্তেই এই কাণ্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সমর্থকই তানভীরের শাস্তি দাবি করেন। অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিন সরাসরি সমালোচনা করেছেন এমন আচরণের। আরেক অস্ট্রেলিয়ান পেসার গারিন্দর সান্ধুও তিরস্কার জানিয়েছেন তানভীরকে।
৬ উইকেটে জয় পেয়েছে তানভীরের দল, তবে দুঃশ্চিন্তা কাটছে না। যেহেতু এটি আইসিসির অনুমদিত একটি লীগ, তাই অবশ্যই শাস্তি পেতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই পেসার।
বাংলাদেশ সময়: ১৯২০ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমকেএম